ফ্রান্সের প্রেসিডেন্ট জেক শিরাক ২ জানিয়ারী ঘোষণা করেছেন যে, সরকার ৪ জানুয়ারী দাঙ্গাজনিত জরুরী অবস্থা থেকে মুক্ত হওয়ার কথা ঘোষণা করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন একই দিনে ইস্তাহার প্রকাশ করে বলেছে যে, গত বছরে ফ্রান্সে দাঙ্গা ঘটার পর প্রেসিডেন্ট শিরাক ৮ নভেম্বর সারা দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এরপর সুশৃঙ্খল পরিস্থিতি রক্ষা করার জন্য ২১ নভেম্বর সরকার জরুরী অবস্থা আরো তিন মাস সম্প্রসারিত করেছে। ইস্তাহারে বলা হয়েছে, ২ জানিয়ারী প্রধানমন্ত্রীর সঙ্গে সিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পর শিরাক সিদ্ধান্ত নিয়েছেন যে, ৪ জানুয়ারী সারা দেশ জরুরী অবস্থা থেকে মুক্ত হবে।
|