রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প কোম্পানির মুখপাত্র সার্গেই কুপ্রিয়ানোভ ২ জানুয়ারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের কোম্পানি মোলডোভার সঙ্গে ঘথাশীঘ্র ২০০৬ সালের প্রাকৃতি গ্যাস রপ্তানির চুক্তি স্বাক্ষর করতে ইচ্ছুক।
কুপ্রিয়ানোভ বলেছেন, রাশিয়া পক্ষ চলতি বছরে গ্যাসের দাম প্রতি হাজার ঘণমিটারে ১৬০ ডলার ধার্য করেছে, তা যুক্তিসংগত। তিনি বলেছেন, মোলডোভা সম্প্রতি রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করার প্রতিশ্রুত দিয়েছে।
অন্য খবরে জানা গেছে, মোলডোভার প্রেসিডেন্টের উপদেষ্টা ২ জানুয়ারী বলেছেন, মোলডোভা এখনো রাশিয়ার সঙ্গে আমদানি চুক্তি স্বাক্ষর করেনি বলে রাশিয়া মোলডোভার কাছে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। মোলডোভার প্রেসিডেন্ট ভ্লাডিমির ভোরোনিন একই দিনে বলেছেন, মোলডোভা বাজারের দামে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস কিনতে রাজী, তবে সঙ্গে সঙ্গে তিনি রাশিয়ার কাছে মোলডোভার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবও দাখিল করেছেন।
|