পানামার সাবেক প্রতিরক্ষা সেনাবাহিনীর সেনাপতি নোলেচা বন্দি হিসেবে যুক্তরাষ্ট্রের আনা হন
১৯৯০ সালের ৩ জানুয়ারী পানামার সাবেক প্রতিরক্ষা সেনাবাহিনীর সেনাপতি নোলেচাকে বন্দি হিসেবে যুক্তরাষ্ট্রে আনা হন।পানামায় বসবাসরত মার্কিন অভিবাসীরা হাংগামার শিকার হওয়ার অজুহাতে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মার্কিন সৈন্যবাহিনী পানামা দখল করে। এর পর মাকিন সৈন্যবাহিনী তাঁকে বন্দি হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠায়।
তিউনিসিয়া য় খাদ্য দামের বৃদ্ধির কারণে দাংগাহাংগামা ঘটে
তিউনিসিয়া সরকার রুটি আর অন্যান্য খাদ্যের দাম বাড়ানোর খবর ঘোষণা করার পর , সারা দেখে দাংগাহাংগাম ঘটে। নিরুপা হয়ে তিউনিসিয়া সরকার সারা দেশে কারফিউ জারী করে।
চীনের গুওমিতাং পাটি, কমিউনিষ্ট পাটি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ-বিরতি সংস্থা প্রতিষ্ঠিত হয়
১৯৪৬ সালের ৩ জানুয়ারী চীনের গুওমিতাং পাটি , কমিউনিষ্ট পাটি এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে একটি যুদ্ধ-বিরতি সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা করে।তিন পক্ষের প্রতিনিধিরা এই সংস্থায় যোগ দেয়।তিন পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে সমস্ত তত্পরতা চালানো যায়।
জাপানের সংস্কার
১৮৬৮ সালের ৩ জানুয়ারী জাপানের সম্রাটের নিদের্শে জাপানের বিখ্যাত মিজ সংস্কার শুরু হয়।
তাইওয়ান প্রণালীর আদান-প্রদান তহবিল সংস্থার চেয়ারম্যান গু জেন ফু শেষ নি:শ্বাস ত্যাগ করেন
২০০৫ সালের ৩ জানুয়ারী তাইওয়ান প্রণালীর আদান-প্রদান তহবিল সংস্থার চেয়ারম্যান গু জেন ফু দীর্ঘকালের রোগভোগের পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ১৯৯৩ সালের এপ্রিল মাসে তিনি তাইয়ান প্রণালীর আদান-প্রদান তহবিল সংস্থার পক্ষ থেকে চীনের মৌল ভূভাগের তাইওয়ান প্রণালীর দু পারের সম্পর্ক সোসাইটির চেয়ারম্যান ওয়াং ডাও হানের সঙ্গে বিশ্বের দৃষ্টি আকর্ষনকারী বৈঠক করেন। ১৯৯৮ সালের অক্টোবরমাসে দু'পক্ষের মধ্যে সাংহাইএ আবার বৈঠক হয়।
চীন কাজাখস্থানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত
১৯৯২ সালের ৩ জানুয়ারী চীন আর কাজাখস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
সেন ই সেনের নেতৃতাধীন চীনের গুওমিতাং পাটির অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়
১৯১২ সালের ৩ জানুয়ারী সেন ই সেনের নেতৃতাধীন চীনের গুওমিতাং পাটির অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়।
মায়ানমারে চীনের সৈন্যবাহিনীর সাধারণ আক্রমণ শুরু
১৯৪৪ সালের ৩ জানুয়ারী চীনের সৈন্যবাহিনী মায়মানমারে দখলকৃত জাপানী সৈন্যবাহিনীর উপর তুমুল আক্রমণ চালায়। লড়াইতে ৭ শতাধিক জাপানী সৈন্য প্রাণ হারায়। শত্রুদের হাত থেকে অনেক অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।
চীনের গুওমিতাং সরকার মংগোলিয়ার স্বাধীনতা স্বীকার করে
১৯৪৬ সালের ৩ জানুয়ারী চীনের গুওমিতাং সরকারের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মংগোলীয়ার স্বাধীনতা স্বীকৃতিদেওয়ার কথা ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র আর কিউবারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন হয়
১৯৬১ সালের ৩ জানুয়ারী যুক্তরাষ্ট্র আর কিউবারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন হয়।
|