চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মুখপাত্র ২ জানুয়ারী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট যে চীনের ইস্পাতের পাইপ আমদানীর ক্ষেত্রেবিশেষ সংরক্ষণ ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, চীন তাকে স্বাগত জানায়।
গত বছরের ৩০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বুশ চীনের ইস্পাতের পাইপ আমদানীর ক্ষেত্রে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুশ এই নিয়ে পর পর চার বার চীনের পণ্যদ্রব্যের বিরুদ্ধে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, চীন মনে করে, মার্কিন সরকারের এই বিশেষ সংরক্ষণবিমুখ নীতি দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য সহায়ক হবে।
|