১ জানুয়ারী নববর্ষ উপলক্ষে চীনের বিভিন্ন অঞ্চলের জনসাধারণ বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে ।
২০ হাজারেরও বেশি জনসাধারণ চীনের রাজধানী পেইচিংয়ে থিয়েন আন মেন মহাচত্বরে গিয়ে জাতীয় পতাকার উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছে । চিয়াংশি প্রদেশের রাজধানী নান ছাং শহরে ১০ হাজার জনসাধারণ বৃক্ষ রোপনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন । দক্ষিণ-পশ্চিম চীনের ছুংছিং মহানগরীর থুচিয়া নামে সংখ্যালঘুজাতির জনতা মহাচত্বরে লোক সংগীতের তালে তালে আহলাদের সংগে নাচ করেছেন । তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের রাজধানী লাসায় বিভিন্ন জাতি ও বিভিন্ন মহলের ৪ হাজারেরও বেশি লোক নববর্ষ উপলক্ষে পোতালা ভবনের মহাচত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং নাচ গান পরিবেশন করেছেন ।
|