১ জানুয়ারী শাংহাই সূত্রে জানা গেছে , যুক্তরাষ্ট্র চীনের মোমবাতি রফতানির ডাম্পিং বিরোধী তদন্তের রায় প্রদান স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে , সে ব্যাপারে চীনের সংশ্লিষ্টশিল্প প্রতিষ্ঠান মনে করে যে , এটা চীনের মোমবাতি শিল্পের প্রতি ন্যায়সঙ্গত নয় ।
যুক্তরাষ্ট্র ১৯৮৬ সাল থেকে চীনের তৈরী পেট্রোলিয়াম ওয়াক্স্ মোমবাতি রফতানির ক্ষেত্রে ডাম্পিং বিরোধী কর আদায় করে আসছে । এই ব্যবস্থা এখনো চলছে । কিন্তু গত বছর মার্কিন বাণিজ্য দপ্তর মনে করে যে , ডাম্পিং বিরোধী ব্যবস্থা মোকাবিলা করার জন্য চীনের মোমবাতি শিল্প পেট্রোলিয়াম ওয়াক্সের পরিবর্তে পাম্ ওয়াক্সের মোমবাতি তৈরী করছে । সেজন্য মার্কিন বাণিজ্য দপ্তর এ নিয়ে এবছরের ৩ জানুয়ারী রায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু এখন এই রায় প্রদান মেয়াদ ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ।
চীনের মোমবাতি শিল্প মনে করে যে , মার্কিন বাণিজ্য দপ্তর যে দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে , তা চীনের মোমবাতি শিল্পের জন্য ন্যায়সঙ্গত নয় ।
|