উত্তর কোরিয়ার মন্ত্রীসভার মুখপত্র গণতান্ত্রিক কোরিয়া পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার চাবিকাঠি হচ্ছে ইতিহাসের হিসাবনিকাশ , জাপানী অপহরণ করার সমস্যা নয়।
সম্প্রতি জাপানের নেতা "জাপানী অপহরণ সমস্যার সমাধান না হলে জাপান ও উত্তর কোরিয়ার সম্পর্কের স্বাভাবিকায়ন আলোচনায় কোনো অগ্রগতি হবে না" বলে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্কের আরো অবনতি হচ্ছে কোরিয়ার ওপর জাপানের আগ্রাসন এবং কোরিয়ায় জাপানের ঔপনিবেশিক শাসন।
|