চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের নববর্ষের চা-চক্রে বলেছেন, ২০০৬ সাল হচ্ছে চীনের নতুন পাঁচ সালা পরিকল্পনার প্রথম বছর, চীন সার্বিকভাবে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং সমাজের গঠনকাজ ত্বরান্বিত করবে।
হু চিন থাও জোর দিয়ে বলেছেন, নতুন বছরে চীন অব্যাহতভাবে সামষ্টিক অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখবে, অভ্যন্তরীন চাহিদা বৃদ্দিকে আরো লক্ষনীয় গুরুত্ব দেবে, এর সঙ্গে সঙ্গে সংস্কার ও উন্মুক্ততা দ্রুততর করবে, নিজেদের উদ্যোগে নবায়ন আর উদ্ভাবন করার সামর্থ্য বাড়াবে, অর্থনৈতিক কাঠামোর সুবিন্যস্তকরণ এবং অর্থনৈতিক বৃদ্ধির পদ্ধতির পরিবর্তন ত্বরান্বিত করবে, অর্থনৈতিক বৃদ্ধির গুণগত মান এবং মুনাফা উন্নত করবে। চীন শহর ও গ্রামাঞ্চলের সমন্বিত আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, শক্তি সম্পদের মিতব্যয় এবং পরিবেশ-সহায়ক সমাজ গঠন করবে।
তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার কঠোরভাবে হংকং আর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন অনুসারে কাজ করবে, বিশেষ অঞ্চলের প্রশাসক এবং সরকারের আইনের শাসন সমর্থন করবে, মিলিতভাবে হংকং ও ম্যাকাওয়ের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা রক্ষা করবে।
|