v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-01 19:12:49    
যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত দু'দেশের সম্পর্ক নিয়ে মতামত প্রকাশ

cri
    ২০০৬ সালের নববর্ষের আগে, যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত চৌ ওয়েন চোং ওয়াশিংটনে চীনের সাংবাদিকদের দেয়া বিশেষ সাক্ষাত্কারে বর্তমান চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে মত প্রকাশ করেছেন।

    তিনি বলেছেন, ২০০৫ সালে মোটের ওপর দু'দেশের সম্পর্ক স্থিতিশীল উন্নয়নের গতিধারা বজায় রেখেছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ বারবার বৈঠক করেছেন এবং বিভিন্ন মতৈক্যে পৌঁছেছেন, তাতে দু'দেশের সম্পর্কের অধিকতর উন্নয়নের জন্য সঠিক দিশা দেখিয়ে দিয়েছেন। দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ সক্রিয়ভাবে দু'দেশের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, দু'দেশের আইন সংস্থা অব্যাহতভাবে আদান-প্রদান গভীর করে এবং দু'দেশের সেনাবাহিনীর সম্পর্কের নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। এ সব অধিকতরভাবে দু'দেশের গঠনমূলক সহযোগিতার সম্পর্ক সমৃদ্ধ করেছে।

    তিনি উল্লেখ করেছেন, চীন-মার্কিন সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়নের বিরাট অবকাশ রয়েছে। তবে তা কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন। ইতিহাস আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে, শুধু রণনৈতিক উচ্চ পর্যায় এবং দূরদর্শিতার দিক থেকে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যুক্ত ইস্তাহারের নীতি অনুসরণ করে, পারস্পরিক সম্মান প্রদর্শন এবং পারস্পরিক উদ্বেগের কথা বিবেচনা করলেই কেবল দু'দেশের সম্পর্ক সার্থকভাবে ও স্থিতিশীলভাবে উন্নয়ন করা যায়।

    তিনি আরও বলেছেন, যথোচিত তাইওয়ান সমস্যা সমাধান করা হচ্ছে চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নয়নের চাবিকাঠি। তিনি আশা করেন, মার্কিন পক্ষ কার্যকরভাবে প্রতিশ্রুতি পালন করবে, চীনের সঙ্গে একত্রে "স্বাধীন তাইওয়ানের" বিরোধীতা করবে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।