এক জরীপ থেকে জানা গেছে, মোটের উপর চীনা নাগরিকদের সুখের অনুভব ২০০৪ সালের চেয়ে কিছুটা বেড়েছে।
চীনের সমাজ তদন্ত ইনস্টিটিউটের প্রকাশিত ২০০৫ সাল সাধারণ জরীপ অনুযায়ী, ২০০৫ সালে প্রায় ৪৭ শতাংশ সাক্ষাত্কারগ্রাহক "সুখের অনুভব" এর সার্বিক লক্ষ্যমাত্রায়"অত্যন্ত সন্তোষজনক" বা "সন্তোষজনক" মনে করেন, গত বছরের তুলনায় ৮.৭ শতাংশ বেড়েছে।
সুখের অনুভবের লক্ষ্যমাত্রার অধীনে দেশের আন্তর্জাতিক মর্যাদা, স্বাস্থ্য অবস্থা, বস্তুগত জীবনের মান, শিক্ষা গ্রহণের মাত্রা প্রভৃতি সূচকের সন্তোষজনক মাত্রা গত বছরের চেয়ে সবই বিভিন্ন মাত্রায় উন্নত হয়েছে।
চীনের সমাজ তদন্ত ইনস্টিটিউট ১৯৯৫ সাল থেকে প্রতি বছরে এক বার করে সাধারণ জরীপ চালায়, এর উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের বর্তমান অবস্থার সন্তোষজনক এবং সুখের মাত্রা জানা।
|