২০০৬ সালের ১ জানুয়ারী থেকে চীন বিভিন্ন কোম্পানির রপ্তানীকৃতকয়লাজাত আলকাতরা , কয়েক রকমের চামড়ার ইত্যাদি পণ্যদ্রব্যের জন্য কর প্রত্যর্পণ নীতি বাতিল করবে এবং কিছু রপ্তানীকৃত পণ্যদ্রব্যের কর প্রত্যর্পণহার কমাবে।
চীনের অর্থমন্ত্রণালয়ের ওয়েব-সাইটে প্রকাশিত হয়েছে যে, কর প্রত্যর্পণকমানোর পণ্যদ্রব্যের তালিকাভুক্ত রয়েছে কিছু কৃষি ওষুধ, পারদ, উলফ্র্যাম, জিংক ইত্যাদি।
সাম্প্রতিক বছরগুলোতে চীন শক্তিসম্পদ বেশী অপচয় করা এবং পরিবেশ দুষণ করার রপ্তানি পণ্যের কর প্রত্যর্পণের সুবিধার নীতি বাতিল করেছে বা কমিয়ে দিয়েছে, যাতে শক্তিসম্পদ সরবরাহের চাপ প্রশমিত করা যায়, পরিবেশ সুরক্ষা করা এবং শিল্পের কাঠামোর সুবিন্যাস করা যায়।
|