২০০৫ সালে চীনের শাংহাই বন্দরের মাল পরিবহনের পরিমাণ ৪৪.৩ কোটি টনে পৌঁছেছে, এই প্রথম বার সিঙ্গাপুর বন্দরকে পিছনে রেখে বিশ্বের প্রথম বৃহত্তম বন্দরে পরিণত হয়েছে।
শাংহাই বন্দর পরিচালনা ব্যুরো ৩১ ডিসেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে শাংহাই বন্দরকন্টেনার পরিবহনের পরিমাণ ধাপে ধাপে বাড়ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছর শাংহাই বন্দর মোট ১ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার কন্টেনারের মাল পরিবহন করেছে, অব্যাহতভাবে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে।
জানা গেছে, শাংহাই বন্দরের মহাসাগর পরিবহন লাইন ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলের বন্দরে যাওয়া যায়, সাগর পরিবহন লাইন জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্দরগুলোতে যাওয়া যায়। শাংহাই বন্দরে প্রতি মাসে ১৯০০টিরও বেশি জাহাজ আসা-যাওয়া হয়।
|