চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিং কাং ৩০ ডিসেম্বর বলেছেন , জাপান একজন জাপানী কূটনীতিবিদের আত্মহত্যা কাজে লাগিয়ে চীনের ভাবমূর্তি বিকৃত করার যে অপচেষ্টা চালিয়েছে , তার জন্য চীন প্রবল রোষ প্রকাশ করেছে ।
২০০৪ সালের মে মাসে শাংহাইয়ে জাপানের কনসুলেটের একজন কূটনীতিবিদ আত্মহত্যা করেছেন । সম্প্রতি জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র এ নিয়ে এই মত প্রকাশ করেছেন যে , এই ঘটনার সংশ্লিষ্ট চীনের গণ নিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মী ভিয়েনা কনসুলেট চুক্তি লংঘন করে যে দুঃখজনক কার্যকলাপ চালিয়েছেন , তার জন্য জাপান চীনের উদ্দেশ্যে এই ঘটনার সত্যতা ব্যাখ্যা করার দাবি জানিয়েছে এবং এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে ।
ছিং কাং বলেছেন , এই আত্মহত্যার ঘটনার প্রকৃতির বিষয়ে দুপক্ষ এক মত হয়েছে । দেড় বছর পর এই ঘটনা চীনের কর্মকর্তার সংগে যে সংশ্লিষ্ট করা হয়েছে , তা নিতান্তই হীনউদ্দেশ্যপ্রণোদিত ।
|