২৯ ডিসেম্বর প্রকাশিত মার্কিন সাইয়েন্স পত্রিকার একটি বিবৃতিতে বলা হয়েছে , ২০০৫ সালের মে মাসে এই পত্রিকায় দক্ষিণ কোরীয় বিজ্ঞানী হুয়াং ও সুক প্রমুখ এমব্রিওনিক স্টেম সেল সম্পর্কে যে প্রবন্ধ প্রকাশ করেছেন , তা বাতিল করা হবে ।
এই পত্রিকার প্রধান সম্পাদক তার বিবৃতিতে বলেছেন , তিনি এই প্রবন্ধের ২৫জন লেখকের কাছে তার সিদ্ধান্ত জানিয়েছেন । তাদের আপত্তি থাকলেও পত্রিকার সম্পাদকমন্ডলী একতরফাভাবে এই প্রবন্ধ বাতিল করবে ।
২৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের তদন্ত থেকে জানা গেছে , এমব্রিওনিক স্টেম সেল সত্যি লালন পালন করা হয়েছে বলে প্রমান করার জন্য হুয়াং ও সুক ও তার গবেষণা গ্রুপ বৈজ্ঞানিক প্রমাণ দাখিল করতে পারেন নি ।
|