উত্তর-পশ্চিম চীনের নিং সিয়া হুই স্বায়ত্ত শাসিত অঞ্চলের হোলানসান পাহাড়ের রাষ্ট্রীয় পর্যায়ের পরিবেশ সংরক্ষণ এলাকায় একটি আন্তর্জাতিক শিকার অভিযান চালানো হচ্ছে । যাতে গত কয়েক বছরে এই এলাকায় ব্লু শিপের সংখ্যার অতি দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রন করা যায় ।
জানা গেছে , ব্লু শিপের বংশ বিস্তারের ক্ষমতা শক্তিশালী , তার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । বর্তমানে হোলানসান পাহাড়ের পরিবেশ সংরক্ষণ এলাকায় মোট ১২ হাজার ব্লু শিপ আছে । পৃথিবীতে ব্লু শিপের ঘনতার দিক থেকে তার স্থান প্রথম । গবেষকরা অনুমান করেন যে , পরবর্তী ৫ বছরের মধ্যে হোলানসান পাহাড়ের ব্লু শিপের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে এবং তা এই এলাকায় ব্লু শিপের গ্রহণযোগ্য সংখ্যার সর্বাধিক সীমা ছাড়িয়ে যাবে । ফলে বিপুল তৃণভূমি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ব্লু শিপও বিপুল পরিমাণে মারা যাবে ।
|