উত্তর কোরিয়া শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপত্র "রোডং সিনমুন পত্রিকা"৩১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া আশা করে, সংলাপ ও পরামর্শের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করা হবে। এই অধিষ্ঠানের পরিবর্তন হয় নি।
প্রতিবেদনে চলতি বছরে উত্তর কোরিয়ার পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া পর্যালোচনা করার পর বলা হয়েছে যে, ছ'পক্ষীয় বৈঠকে যে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়নি, তার প্রধান কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি শক্রভাবাপন্ন নীতি কখনো পরিহার করে নি। তাই পারমাণবিক সমস্যা সমাধান করা কঠিন। প্রতিবেদনে আরো জোর দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করা এবং শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে। তবে পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার প্রতি তার শত্রুভাবাপন্ন নীতি অব্যাহতভাবে কার্যকরী করতে থাকে, তাহলে উত্তর কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা কখনো সমাধান করা যাবে না।
|