চীনের উত্তর প্রান্তের হেইহো শহর ও তার নিকটবর্তী রাশিয়ার ব্লাগোভেশেনস্ক শহরের যৌথ উদ্যোগে ৩০ ডিসেম্বর হেইহো শহরে "রাশিয়া বছর" নামক ধারাবাহিক তত্পরতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে, যাতে দু'দেশের রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। সেই সিদ্ধান্ত অনুযায়ী চীনে "রাশিয়া বছর" এবং রাশিয়ায় "চীন বছর" নামক ধারাবাহিক অনুষ্ঠান ও তত্পরতা আয়োজিত হচ্ছে।
হেইহো শহর আর ব্লাগোভেশেনস্ক শহরের মধ্যে হেইলোংচিয়াং নদী রয়েছে। শহর দুটোর মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব শুধু ৭৫০ মিটার। এটাই চীন ও রাশিয়ার ৪ হাজার ৩শ' কিলোমিটার সীমা-রেখা বরাবর দু'দেশের সবচেয়ে কম দূরত্বের দুটি শহর।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে, দুই শহরের মধ্যে সীমান্ত বাণিজ্য ও পর্যটন চালু হয়েছে এবং বন্দর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেইহো শহর রাশিয়ার পুঁজি বিনিয়োগের আহ্বান জানানো, পারস্পরিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আদান প্রদানের ব্যবস্থা নেবে। ব্লাগোভেশেনস্ক শহরও অনুরূপভাবে চীনের পুঁজি বিনিয়োগ গ্রহণ করবে এবং ধারাবাহিক অর্থনৈতিক, ক্রিড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান চালাবে।
|