মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর একটি বিবৃতিতে বলেছে , একই দিন ভোরে কাইরোয় মিসরের পুলিশ ও সুদানী শরনার্থীদের মধ্যে সংঘর্ষে ১০ জন শরনার্থী নিহত হয়েছে , আর অন্য ২০ জন শরনার্থী এবং ২৩ জন মিসরী পুলিশ আহত হয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে , সেদিন কাইরোয় মিসরে জাতিসংঘের শরনার্থী কার্যালয়ের কাছাকাছি কিছু সুদানী শরনার্থী অবস্থান ধর্মঘট করে , মিসর পুলিশ তাদেরকে বিক্ষোভ বন্ধ করতে রাজি করানোর চেষ্টা করার সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ।
মিসরে নিয়োজিত সুদানী রাষ্ট্রদূরত হাসান আব্দুল বাকি বলেছেন , সুদানী দুতাবাস এই ঘটনার ওপর মনোযোগ দিচ্ছে এবং মিসর সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ।
|