চীনের রাষ্ট্রীয়ধর্ম প্রশাসনের উপ মহাপরিচালক ছি সিয়াওফেই ৩০ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীন বিভিন্ন বেসরকারী সংস্থাকে আন্তর্জাতিক ধর্মীয়-সাস্কৃতিক আদানপ্রদানে অংশ নিতে উত্সাহ দেয় । চীনের ধর্মীয় মহল বিশ্বের বিভিন্ন দেশ আর অঞ্চলের সঙ্গে ধর্ম ও সংস্কৃতি ক্ষেত্রের আদানপ্রদান এবং পারস্পরিক সমঝোতা জোরদার করবে ।
নিখিল চীন ধর্ম ও সংস্কৃতি আদানপদান সমিতির প্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন । তিনি জানিয়েছেন , সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলেরসঙ্গে আদানপ্রদান জোরদার করার জন্যে পরবর্তীকালে নিখিল চীন ধর্ম ও সংস্কৃতি আদানপ্রদান সমিতি বিশ্ব বৌদ্ধ ধর্ম ফোরাম প্রভৃতি তত্পরতা আয়োজন করবে । এই সব তত্পরতার মাধ্যমে বিশ্বের কাছে চীনের ধর্মবিশ্বাসের স্বাধীনতার বাস্তব অবস্থাদেখানো হবে এবং বিভিন্ন ধর্মের সত্য, স্নেহমমতা ও সুন্দর মূল্যবোধ এবং সু-ঐতিহ্য সম্প্রসারিত হবে । বর্তমান চীনে বৌদ্ধ ধর্ম , তাও ধর্ম , ইসলাম ধর্ম ,ক্যাথলিক ধর্ম ও প্রোটেস্ট্যান্টখ্রীষ্টান ধর্ম সহ পাঁচটি বড় ধর্মাবলম্বীদের সংখ্যা ১০ কোটির বেশী ।
|