পেইচিং অলিম্পিক্স সংগঠনিক কমিটি ৩০ ডিসেম্বর "তৃতীয় পেইচিং ২০০৮ অলিম্পিক্স সংগীত সংগ্রহ" ইস্তাহার প্রকাশ করেছে। এর সুবাদে বিশ্বব্যাপী পেইচিং ওলিম্পিক্স সংগীত সংগ্রহ শুরু হয়েছে।
ইস্তাহারে বলা হয়েছে, এই তত্পরতার প্রধান মর্ম হলো সংগীতের মাধ্যমে ওলিম্পিক্স ধারণা সম্প্রচার করা। তা হলো "সবুজ ওলিম্পিক্স, হাইটেক ওলিম্পিক্স এবং সাংস্কৃতিক ওলিম্পিক্স" এবং এর মাধ্যমে পেইচিং ওলিম্পিক্সের "এক পৃথিবী, একই স্বপ্ন" শ্লোগানটির মর্ম ব্যাখ্যা করা। এই তত্পরতা ২০০৬ সালের ১লা জানুয়ারী থেকে ১লা জুন পর্যন্ত চলবে।
এই তত্পরতায় দশটি অলিম্পিক্স সংগীত এবং ৬টি স্বেচ্ছাসেবকের গান নির্বাচিত হবে। পেইচিং ওলিম্পিক্সের স্বেচ্ছাসেবকের গীতিনাট্য এই ৬টি গান থেকে বেছে নেয়া হবে। এ প্রথমবার ওলিম্পিক্স স্বেচ্ছাসেকবদের গীতিনাট্য সংগ্রহ তত্পরতা হচ্ছে।
|