v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-30 17:27:33    
কুই চৌ দারিদ্রমোচনের দিকে চলছে

cri
     চীনের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত কুই চৌ প্রদেশের পি চি অঞ্চল চীনের একটি অত্যন্ত দরিদ্র পাহাড়ী অঞ্চল বলে পরিচিত ছিলো । এই অঞ্চলে প্রায় ৬০ শতাংশ জনসংখ্যার অন্ন-বস্ত্র সমস্যা নিষ্পত্তি করা হতো না এবং প্রায় অর্ধেকাংশ লোক নিরক্ষর বা অল্প শিক্ষিত ছিলো । কিন্তু ১৯৮৮ সালের পর জাতি সংঘের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানদন্ড অনুযায়ী ভৌগলিক দিক থেকে কার্স্ট এলাকা মানব জাতির আবাসের জন্য উপযোগী নয় বলে যে মনে করা হতো , স্থানীয় জনসাধারণের প্রচেষ্টার মাধ্যমে তার ব্যাপক পরিবর্তন হয়েছে । এই অঞ্চলে অর্থনীতির গড়পড়তা বার্ষিক বৃদ্ধি হার সমগ্র প্রদেশের গড়পড়তা মানের চেয়ে বেশি । দারিদ্র জনসংখ্যা আগেকার প্রায় ৪০ লক্ষ থেকে কমে ৬ লক্ষে নেমে গেছে ।

    পি চি অঞ্চল দারিদ্র , জমির অভাব আর সাংঘাতিক পরিবেশ বলে পরিচিত ছিলো । সেখানকার পাহাড়ী আয়তন মোট আয়তনের ৯০ শতাংশেরও বেশি । প্রত্যেক বর্গ কিলোমিটারে জনসংখ্যা দুই শো'তে দাঁড়িয়েছে । জনসংখ্যান বিপুল চাপ , ভূমি সম্পদের দারুণ অভাব আর অযৌক্তিক চাষাবাদের কারণে আগেকার প্রাকৃতিক পরিবেশ আরো তীব্র হয়ে উঠেছে । এই অঞ্চলে বসবাসকারী ৩৬টি জাতির লোকেরা জীবণযাপনের মৌলিক শর্ত হারানোর হুমকীর সম্মুখীন হতো । আসলে এই অঞ্চলের প্রকৃত পরিবর্তন ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছিলো ।

    তখনকার প্রাদেশিক পার্টি-কমিটির সম্পাদক হু চিন থাও এই অঞ্চলে উন্নয়নের সংগে সংগে দারিদ্রমোচনকরা আর প্রাকৃতিক পরিবেশের গঠনকাজ বিষয়ক পরীক্ষামূলক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা উপস্থাপন করেছেন । এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের সমর্থন পেয়েছে । একই বছর পরীক্ষামূলক অঞ্চল আনুষ্ঠানিকভাবে গড়ে তোলা হয়েছে এবং উন্নয়নের সংগে সংগে দারিদ্রমোচন , পরিবেশের গঠনকাজ আর জনসংখ্যার নিয়ন্ত্রণ এই তিনটি প্রধান কর্তব্য ধার্য করা হয়েছে , যাতে স্থানীয় জনসাধারণের জীবণযাপনের দারুণ অবস্থার পরিবর্তন করা যায় ।

    একই বছর ৮টি গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটি আর নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশনভিত্তিক সীমান্ত এলাকাকে সাহায্যদানকারী একটি বিশেষজ্ঞ আর উপদেষ্টা গ্রুপ গঠিত হয়েছে । তারা পি চি অঞ্চলকে জ্ঞানের সাহায্য করার পদ্ধতিতে দারিদ্রমোচনের কার্যক্রম শুরু করলো । উপদেষ্টা গ্রুপের সদস্যরা কয়লা , বিদ্যুত্ , রাসায়নিক শিল্প , কৃষি প্রভৃতি ক্ষেত্রের বিশেষজ্ঞ নিয়ে গঠিত । তাদের প্রধান দায়িত্ব হলোঃ পি চি অঞ্চলে দারিদ্রমোচন প্রবর্তন আর প্রাকৃতিক পরিবেশের নির্মাণকাজ বিষয়ক একটি পরীক্ষামূলক অঞ্চল গড়ে তুলতে সহায়তা করা ; এই অঞ্চলের অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নের চাহিদা অনুসারে যথাসময় প্রস্তাব ও মতামত উপস্থাপন করা ; বহিরাগত সমর্থন অর্জনের জন্য এই অঞ্চলকে সাহায্য করা এবং গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্প নিয়ে তদন্তের কাজ চালানো আর দারিদ্র্যমোচনের ফলপ্রসূতা বাড়ানো ।

    সতের বছর চলে গেছে । স্থানীয় কৃষকদের আয় প্রায় ১০ গুণ বেড়ে গেছে । উন্নয়ন আর দারিদ্রমোচনের লক্ষ্য আপাততঃ বাস্তবায়িত হয়েছে ।

আমরা বরাবরই স্থানীয় কৃষকদের আয় বাড়ানোর ওপর মনোযোগ দিয়ে আসছি । দায়িত্ব বন্টন ব্যবস্থা অনুসারে এই অঞ্চলে প্রত্যেক গণতান্ত্রিক পার্টি যার যার দায়িত্ব পালন করে । যেমন শাকসবজি রোপন , জলসেচ আর গৃহপালিত পশু লালন পালন ইত্যাদি । সমাজের সুষমতার উদ্দেশ্য কৃষকদের জীবণযাত্রার মান নিরন্তর উন্নত করা ।

    গত দু' বছরে স্থানীয় গ্রামবাসীদের জীবণযাত্রার মান উন্নত হয়েছে । গ্রামবাসী চৌ কুয়াং ফেই ও তার পরিবার পরিজন গাই পালন করে প্রতিবছর কমপক্ষে ২ হাজার ইউয়ানেরও বেশি আয় করেন । স্বচ্ছ প্ল্যাস্টিকের আবরণের তলায় জমিতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতি কাজা লাগিয়ে বছরে ৩ হাজার কিলোগ্রামেরও বেশি উন্নত মানের সংকর ভুট্টা ও আলু উত্পন্ন হয় । তা ছাড়া তার ছেলে ও ছেলের বউ বাইরে চাকরি করে । তাদের আয় সহ পরিবারের বার্ষিক আয় ১০ হাজার ইউয়ান হয়েছে ।

    বহু বছর ধরে গ্রামে কোনো সড়ক ছিলো না । যানবাহন আর তথ্য অর্জন করা পাহাড়ী গ্রামবাসীদের জন্য একটি স্বপ্ন বটে । লোকেরা প্রাচীন চাষাবাদের উপায়ে কৃষি কাজ করতো। ফসল ভাল বা মন্দ , তা আবহাওয়ার ওপর নির্ভর করতো । এখন যানবাহন , পানি ও বিদ্যুত সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে , কৃষি প্রকৌশলীও এসেছেন । তারা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি ফসল রোপন ও পশুপালন শিখিয়েছেন । অল্পবয়সীরা বাইরে চাকরি করে বাইরের পূঁজি ও প্রযুক্তিও গ্রামে নিয়ে এসেছে ।

    গত ১৭ বছরে বিভিন্ন গণতান্ত্রিক পার্টিএ কেন্দ্রীয কমিটি আর নিখিল চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশন যার যার প্রাধান্য কাজে লাগিয়ে পি চি অঞ্চলের দারিদ্রমোচনের কাজে যোগদান করেছে , পরীক্ষামূলক অঞ্চলে নির্মাণকাজের প্রতি পরামর্শ দেয়ার জন্য বিভিন্ন মহলের বিশেষজ্ঞ আর পন্ডিতদের পাঠিয়েছে । তারা পি চি অঞ্চলের আশাধিক প্রকল্পের নির্মাণকাজের জন্য ৩০ কোটি ইউয়ান পূঁজি আমদানি করেছে ।

    পি চি পরীক্ষামূলক আঞ্চলে বিশেষজ্ঞ গ্রুপ স্থানীয় বাস্তব অবস্থা অনুসারে সময়োচিতভাবে প্রস্তাব ও মতামত উপস্থাপন করে ।

    পিচি অঞ্চলে স্থানীয় কৃষকদের দারিদ্র সমস্যা মোটামুটি নিরসন করা হয়েছে । যোগাযোগ , টেলি-যোগাযোগ ইত্যাদি বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজে দ্রুত অগ্রগতি অর্জিত হয়েছে । বিশেষ করে পরিবেশের অবনতি হবার প্রবণতা রোধ করা হয়েছে ।

    গত ১৭ বছরে বিভিন্ন গণতান্ত্রিক পার্টি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণকাজের জন্য অনেক সাহায্য করেছে । এই সব সাফল্য ও অগ্রগতি এই অঞ্চলের ৭০ লক্ষ লোককে উদ্বুদ্ধ করেছে ।