উত্তর চীনের শানসি প্রদেশের যুওইয়ুন জেলার একটি কয়লাখনিতে আকস্মিক প্লাবন হওয়ায় আটকে পড়া ১৫ জন শ্রমিকের অবস্থা সম্পর্কে এ পর্যন্ত কিছুই জানা যায়নি।
ঘটনাস্থলের ত্রাণ পরিচালনা বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে এই কয়লাখনির ত্রাণ কাজ সুষ্ঠুভাবে চালানো হচ্ছে। মোট দু'শতাধিক উদ্ধারকারী পালাক্রমে কয়লাখনির নীচে গিয়ে ত্রাণ কাজ চালাচ্ছেন। তাঁরা মোট ৭ হাজার কিউবিক মিটার পানি নিষ্কাসন করেছেন। কিন্তু কয়লাখনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের অবস্থা এখনও জানা যায়নি।
২৮ ডিসেম্বর সকালে শানসি প্রদেশের যুওইয়ুন জেলার এক কয়লাখনিতে আকস্মিক প্লাবন হয়েছে। তখন কয়লাখনির নীচে মোট ২২ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৫ জন সাফল্যের সঙ্গে উদ্ধার পেয়েছেন। ২ জন মারা গেছেন।
জানা গেছে, যুওইয়ুন জেলা হচ্ছে শানসি প্রদেশের কয়লা উত্পাদনকারী মহা জেলা। তার বার্ষিক উত্পাদন ক্ষমতা ছিল এক লক্ষ ৫০ হাজার টন।
|