** চীনের পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা
১৯৮৭ সালের ৩১শে ডিসেম্বর চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয় । এই ডুবু জাহাজের সামরিক অফিসার ও সৈনিকরা অকুল সমুদ্রে নানা ধরনের প্রশিক্ষনের কর্তব্য পালন করেন । সমুদ্রের জলে থাকার সময় , নৌযাত্রা ও গড়পড়তা গতিবেগের দিক থেকে এই ডুবু জাহাজ ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
** চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম
১৯৯৩ সালের ৩১শে ডিসেম্বর হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।
চীনের পাঠাকরা কম্পিউটার ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে এই ইলেক্ট্রোনিক সংবাদপত্র পড়তে পারেন ।
** সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেইয়ের মৃত্যু
১৯৪০ সালের ৩১ ডিসেম্বর চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই চীনের শাংহাইয়ে মারা যান। ১৮৮৪ সালের ৭ জানুয়ায়ী চীনের কুয়াংতুং প্রদেশের চুংশান জেলায় তাঁর জন্ম হয়। তরুণকালে তিনি ডঃ সান ইয়াত্সেনের কথা শুনে " চীনের বিপ্লবী লীগে " যোগ দান করেন এবং প্রেসিডেন্ট ভবনের সচিবের পদে নিযুক্ত হন। তিনি জাপান আর জার্মানি গিয়ে সঙ্গীত বিদ্যা পড়েন। ১৯২০ সালে স্বদেশে ফিরে এসে সঙ্গীত শিক্ষার কাজ করেন। পেইচিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও পেইচিং শিল্পকলার বিশেষ কলেজের সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। তাঁর বহু বছরের চেষ্টায় চীনের প্রথম সঙ্গীত কলেজ " রাষ্ট্রীয় সঙ্গীত কলেজ " প্রতিষ্ঠিত হয়। তিনি প্রধান শিক্ষক ছিলেন।
** থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই শহীদ হন
১৯০৬ সালের ৩১ ডিসেম্বর থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে শহীদ হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৩ বছর। ১৮৮৪ সালে তাঁর জন্ম ।
লিউ তাওই চীনের হুনান প্রদেশের সিয়াং থানের অধিবাসী। ১৯০৪ সালের ফেব্রুয়ারি মাসে চীনের ছাংশা শহরে হুয়া সিংহুই দলে যোগ দান করেন। মার্চ মাসে জাপানে গিয়ে ছিউ চিন প্রমুখ বিপ্লবী ব্যক্তিদের সঙ্গে " শি রেনহুই" নামে একটি গুপ্ত সংগঠন গঠন করেন এবং ফেং চিইয়ৌ প্রমুখ ব্যক্তিদের " হুংমেন থিয়ানডিহুই" দলে অংশগ্রহণ করেন। ১৯০৫ সালে থুংমেং হুই দলে যোগ দান করেন এবং দলের সম্পাদক ছিলেন।
** প্রথম আফ্রিকান ব্যক্তি তাঁর জাতিসংঘ মহাসচিবের কার্যমেয়াদ সমাপ্ত করেন
১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সেইদিন তাঁর কার্যমেয়াদ শেষে ঘোষণা করেন যে , তিনি আগামী জাতিসংঘের মহাসচিবের পদপ্রার্থী হবার অধিকার ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কোফি আন্নান শেষ পর্যন্ত প্রথম আফ্রিকান ব্যক্তি হিসেবে একটানা দুইবার জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন।
|