চীনের বাণিজ্য মন্ত্রনালয় ২৯ ডিসেম্বর থেকে আমদানিকৃত ভারতীয় ও তাইওয়ানী নোনিল ফেনোলের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গিয়েছে , গত নভেম্বর মাসে মূলভূভাগের শিল্পপ্রতিষ্ঠানগুলো অ্যান্টি ডাম্পিংয়ের আবেদন জানানোর পর চীনের বাণিজ্য মন্ত্রনালয় আবেদনকারীর দেওয়া প্রমান যাচাই করেছে ।এর ভিত্তিতে বাণিজ্য মন্ত্রনালয় আমদানিকৃত ভারতীয় ও তাইওয়ানী নোনিল ফেনোলের বিরুদ্ধে২০০৬ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত অ্যান্টি ডাম্পিং তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে । প্রয়োজন হলে ২০০৭ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত তদন্ত চালানো হবে ।
উল্লেখ করা যেতে পারে যে , নোনিল ফেনোল রাসায়নিক উপকরণ হিসেবে বস্ত্র শিল্প ইত্যাদি শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ।
|