২৯ ডিসেম্বর পেইচিংয় চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশন শেষ হয়েছে । এই অধিবেশনে গৃহীত একটি ফৌজদারী আইন অনুযায়ী কেউ প্রাচীন মেরুদণ্ডী প্রাণী ও প্রাচীন মানবের ফসিল চুরি বা পাচার করলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে ।
উল্লেখ করা যেতে পারে যে , গত কয়েক বছরে চীনের কোনো কোনো অঞ্চলে মাঝে মাঝে বৈজ্ঞানিক মুল্য সম্পন্ন প্রাচীন মেরুদণ্ডী প্রাণী ও প্রাচীন মানবের ফসিল চুরি করা , নষ্ট করা ক্রয়বিক্রয় করা, পাচার করা এবং অবৈধভাবে হস্তান্তরিত করার অপরাধমূলক তত্পরতা পরিলক্ষিত হয়েছে । প্রাচীন মেরুদণ্ডী প্রাণী ও প্রাচীন মানবের ফসিল সংরক্ষনের জন্য চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির এবারের অধিবেশনে বিশেষ আইন গৃহীত হয়েছে ।
|