চীনের বিখ্যাত অর্থনীতিবিদ হু আনকাং ২৯ ডিসেম্বর অনুমান করে বলেছেন, আগামী পাঁচ বছরে চীনের আমদানির মূল্য ৪ ট্রিলিন মার্কিন ডলারে দাঁড়াবে এবং এতে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ৮ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে।
ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় অবস্থা গবেষণা কেন্দ্রের পরিচালক হু আনকাং চীন আন্তর্জাতিক বেতারকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, চীন প্রধানত ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান এবং পূর্ব-এশিয়া থেকে পণ্য আমদানী করে।
হু আনকাং মনে করেন যে, চীন নিজের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এবং বাজারেঅপ্রতুল শক্তিসম্পদ কিনতে উত্সাহ দেবে, বিশেষ করে আন্তর্জাতিক শক্তিসম্পদ, কাঁচামাল, হাইটেক পণ্যদ্রব্য ইত্যাদি সুযোগ ব্যবহার বরতে উত্সাহ দেবে। তা বিশ্বের জন্য বিরাট বাজার ও কর্মসংস্থান সৃষ্টি করবে।
২০০৫ সালে চীনের আন্তর্জাতিক বাণিজ্য মূল্য ১.৪ ট্রিলিয়ান ছাড়িয়েছে, এর মধ্যে আমদানি ৭০০ বিলিয়ন মার্কিন ডলার। চীনের আমদানির বৃদ্ধি পৃথিবীতে সবচেয়ে দ্রুত এবং আমদানির পরিমান পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে।
|