চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন , মানবদেহে বার্ড-ফ্লুর সংক্রামণ প্রতিরোধে চীন বিশ্ব স্বাথ্য সংস্থার সঙ্গে সুষ্ঠু সহযোগিতা ব্যবস্থা স্থাপন করেছে ।
চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র ২০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দু'জন মানুষের বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হবার নমুনা ও নমুনার জীনের তথ্য দিয়েছে । তা ছাড়া , বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিদর্শক দল চলতি মাসে চীনের কিছু অঞ্চল পরিদর্শন করেছে এবং স্থানীয় ডাক্তারের সঙ্গে বার্ড-ফ্লু রোধ করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছে । ২৯ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন , চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে বার্ড-ফ্লু প্রতিরোধ সহযোগিতা চালানোর জন্যে কৃত্সংকল্প ।
|