চীনের বিদ্যুত উত্পাদন সামর্থ্য দ্রুত বিকশিত হচ্ছে, তা এখন ৫০ কোটি কিলোওয়াট ছাড়িয়েছে।
চীনের উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক জাং পাও কুও ২৯ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, তাঁর অনুমানমতে ২০০৬ সালে চীনে বিদ্যুতের অভাব বহুলাংশে মিটে যাবে।
জাং আরো বলেছেন, চীনের বিদ্যুত উত্পাদন শিল্পের বিদ্যুত উত্পাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার গুণগতমানও অনেক উন্নত হয়েছে। চীনের বিদ্যুত শিল্প এখন উচ্চ ফলপ্রসূতা, অপচয় কমানো এবং শক্তিসম্পদ সাশ্রয়ের দিকে উন্নয়ন হচ্ছে। আগামী পাঁচ বছরে চীনের পরমাণু বিদ্যুত ও বায়ুচালিত বিদ্যুত ক্ষেত্রে মোট বিদ্যুত উত্পাদনের হার বাড়বে।
উল্লেখ্য, ২০০৪ সালের শেষ দিকে কয়লা চালিত বিদ্যুতের অনুপাত মোট বিদ্যুত উত্পাদনের ৭৩.৭ শতাংশ, জল, পরমাণু এবং বায়ু চালিত বিদ্যুত ২৬.৩ শতাংশ।
|