সাম্প্রতিক বছরগুলোতে বার্ডফ্লু, ঠোঁট ও পায়ের ব্যাধি প্রভৃতি সংক্রামক পশু রোগের প্রার্দুভাবের পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর চীন গবাদি পশু পালন সম্পর্কিত আইন প্রকাশ করেছে । আইনটি অনুযায়ী পশু পালক বা পশুজাত দ্রব্য উত্পাদনকারীদেরকে পশু ব্যাধিপ্রতিরোধের দায়িত্ব পালন করতে হবে ।
নতুন প্রণীত গবাদিপশু পালন আইনে চীনের গবাদিপশু পালন ও ব্যবসা সম্পর্কিত নিয়ম বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং মূল্যবান পাখী ও পশু সুরক্ষা আর হাঁসমুরগী বা গবাদিপশুজাত দ্রব্যের গুনমানের নিশ্চয়তাবিধানের নিয়মকানুন বিস্তারিতভাবে লিপিবদ্ধ করা হয়েছে । আইনটি অনুযায়ী চীনের বিভিন্ন স্তরের সরকারকে ব্যবস্থা নিয়ে হাঁসমুরগী বা গবাদিপশু পালনের উন্নয়নে সাহায্য করতে হবে , গবাদিপশু পালনের শিল্পায়ন ত্বরান্বিত করতে হবে এবং সত্যিকারভাবে তৃণভূমি রক্ষা ও উপযুক্তভাবে ব্যবহার করে গবাদিপশু পালনের উত্পাদন উন্নত করতে হবে ।
আইনটি আগামী পয়লা জুলাই কার্যকরী করা হবে ।
|