২৮ ডিসেম্বর সকালে উত্তর চীনের শানসি প্রদেশের চোইয়ুন জেলার এক কয়লাখনিতে আকস্মিক প্লাবন হওয়ায় এ পর্যন্ত দুজন নিহত হয়েছেন । ১৫জন শ্রমিক খনিতে আটকে পড়েছেন বলে তাদের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি ।
ঘটনার সময়ে খনিতে ২২জন শ্রমিক ছিলেন । তাদের মধ্যে ৫জন সাফল্যের সঙ্গে প্রাণে রক্ষা পেয়েছেন । শানসি প্রাদেশিক সরকার এবং সংশ্লিষ্টবিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা অচিরেই ঘটনাস্থলেগিয়ে পৌঁছান । ঘটনাস্থলের পানি নিষ্কাসন ও ত্রান কাজ জরুরীভাবে চালানো হচ্ছে ।
জানা গেছে , কয়লাখনিটির বার্ষিক উত্পাদন ক্ষমতা ছিল এক লক্ষ ৫০ হাজার টন ।
|