চীনের কৃষি মন্ত্রী তু ছিং লিন ২৮ ডিসেম্বর চীনের কৃষি উত্পাদন সংক্রান্ত এক জাতীয় অধিবেশনে বলেছেন , গত বছরের তুলনায় চলতি বছরে চীনের কৃষকদের গড়পড়তা আয় প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে ।
তিনি আরো বলেছেন, গত পরশু বছরের তুলনায় গত বছরে চীনের কৃষকদের গড়পড়তা আয় ৬.৮ শতাংশ বেড়ে ২৯৩৬ ইউয়ানে দাঁড়িয়েছিল । ১৯৯৭ সালের পরবতী বছরগুলোর মধ্যে গত বছরই কৃষকদের আয় সবচেয়ে বেশী হয়েছে ।
কৃষকদের আয় বৃদ্ধির কারণ প্রসঙ্গে তু ছিন লিন বলেছেন , চীন সরকার কৃষি কর মওকুফ করা এবং খাদ্যশস্য উত্পাদনকারী কৃষকদের ভর্তুকি দেওয়ার মত গ্রামাঞ্চলে বহুমুখী সংস্কার সাধনের পদক্ষেপ নিয়েছে বলে কৃষকদের আয় বেড়েছে ।
তু ছিন লিন আরো বলেছেন , কৃষকদের অর্থ উপার্জনের পথ প্রশস্ত করার জন্য চীন সরকার গ্রামাঞ্চলে বুনিয়াদী শিক্ষা ও পেশাগত শিক্ষা প্রসারের কার্যকর ব্যবস্থা নেবে ।
|