রাশিয়ার খাবারোভস্ক শহরের গণ সরকার ২৯ ডিসেম্বর ঘোষণা করেছে যে , উত্তর পুর্বচীনের চি লিন প্রদেশের সংহুয়া নদীর দূষিত জলস্রোত খাবারোভস্ক শহরের মধ্য দিয়ে আমুর নদীর নিম্ন দিকে বয়ে গেছে ।
রাশিয়ার ইতার তাস সংবাদ সংস্থার খবরে প্রকাশ , খাবারোভস্ক সীমান্ত অঞ্চল সরকারের দূষণ মোকাবিলার জরুরী কমিটি ২৯ ডিসেম্বর থেকে খাবারোভস্ক সীমান্ত অঞ্চলে জরুরী অবস্থার অবসান ষোষণা করেছে।
। উল্লেখ করা যেতে পারে যে , সংহুয়া নদীর দূষিত জলস্রোত গত ২২ ডিসেম্বর খাবারোভস্ক শহরে পৌঁছে এবং এখন তা খাবারোভস্ক শহর থেকে ২০০ কিলোমিটার দূরে সরে গিয়েছে।
|