লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেদিমিনাম কার্কিলাস ২৮ ডিসেম্বর জোর দিয়ে বলেছেন, পোলিশ সরকার যে ইরাকে তার সৈন্য মোতায়েন দীর্ঘায়িত রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাতে ইরাক থেকে লিথুয়ানিয়ার সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত প্রভাবিত হবে না।
পোলিশ সরকার ২৭ ডিসেম্বর তার ইরাকে মোতায়েন সৈন্যদের প্রত্যাহারের সময়সীমা ২০০৬ সালের শেষ নাগাদ পর্যন্ত পিছিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে কার্কিলাস বলেছেন, একটি পোলিশ সেনা ছাউনিতে কর্মরত লিথুয়ানিয়ার ৪৮জন সৈন্য আগামী মাসে তাদের কর্তব্য সম্পন্ন করে স্বদেশে ফিরে যাবে।
|