v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-29 16:08:49    
৩০ ডিসেম্বর

cri
** সোভিয়েত ইউনিয়ানের জন্ম

    অক্টোবর বিপ্লবের পর রাশিয়ার বিভিন্ন জাতির স্বাধীন রাষ্ট্র বা স্বায়ত্ত শাসিত প্রজাতন্ত্র গঠিত হয় । গৃহ যুদ্ধ চলার সময়ে অভিন্ন শত্রু পরাজিত করার জন্য ইউক্রেন, বেলারুসিয়া,আজারবাইজান , আর্মেনিয়া জর্জিয়ার সংগে ফেডারেল রাশিয়ার সামিরক জোট গঠিত হয় ।গৃহ যুদ্ধের অবসান ঘটার পর পর সমাজতান্ত্রিক গঠনকাজ শুরু হয় । যৌথভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক গঠনকাজ পরিচালনা করার জন্য সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর কমিউনিষ্ট পার্টিগুলো একীকরণ বাস্তবায়নের ইচছা প্রকাশ করে ।

    ১৯২২ সালের ৩০ ডিসেম্বর মস্কোয় সোভিয়েত ইউনিয়ানের প্রথম সোভিয়েত কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় । এই অধিবেশনে সোভিয়েত ইউনিয়ান প্রতিষ্ঠার ঘোষনাপত্র গৃহীত হয় । তখন রাশিয়া ,দক্ষিণ ককেশিয়া, ইউক্রেন ও বেলারুসিয়া এই চারটি প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়ানে যোগদান করে ।

** চীন-দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে

    ১৯৯৭ সালের ৩০ ডিসেম্বর চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে। চীনের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিয়ান ছিছেন আর দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী আলাদা আলাদাভাবে এই যৌথ ইস্তাহারে স্বাক্ষর করেন।ইস্তাহারে ঘোষণা কর হয় যে , দুদেশের সরকার " ১৯৯৮ সালের পয়লা জানুয়ায়ী থেকে রাজদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নেয়"। চীন-দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে দুদেশের সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাতে দুদেশের রাজনীতি , অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান, কূটনীতি প্রভৃতি ক্ষেত্রের সার্বিক সহযোগিতার ব্যাপক ভবিষ্যত্ সম্ভাবনা সৃষ্টি করা হয়।

** চীনের প্রথম ব্যাল্লে দল প্রতিষ্ঠিত

    ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর চীনের প্রথম ব্যাল্লে দল -- পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষাসূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাল্লে দল এই কলেজের ছাত্রছাত্রী এবং কিছু তরুণ শিক্ষক শিক্ষিকা গঠিত।

** চীনের জনগণের বেতার সম্প্রচার ব্যবস্থার জন্ম

    ১৯৪০ সালের বসন্তকালে চৌ এনলাই সোভিয়েত্ ইউনিয়ন থেকে ফিরে একটি বেতার সম্প্রচারের যন্ত্র নিয়ে এসেছেন । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ব্রোডকাস্টিং কমিটি স্থাপন করার সিদ্ধান্ত নেয় এবং চৌ এনলাই তার প্রধান নিযুক্ত হন। ১৯৪০ সালের ৩০ ডিসেম্বর চীনের লাল বিদ্যুত্ তরংগ প্রথমবার আকাশে প্রেরণ করা হয়।

** চীনের গণতন্ত্র ত্বরান্বিত সম্মেলন প্রতিষ্ঠিত

    চীনের গণতন্ত্র ত্বরান্বিত সম্মেলন( সংক্ষিপ্ত নাম:মিনচিন ) ১৯৪৫ সালের ৩০ ডিসেম্বর শাংহাইয়ে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মা সুলুন, ওয়াং শাও আও, চৌ চিয়ানরেন, সু কুয়াংফিং প্রমুখ।