২৮ ডিসেম্বর জাপানের তথ্য মাধ্যম সূত্রে প্রকাশ, একইদিন জাপানের সরকার ভারতের সঙ্গে মন্ত্রী পর্যায়ের রণনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো টারো আগামী মাসে ভারত সফরকালে ভারতের সঙ্গে তা নিয়ে একটি চুক্তির পশ্নে মতৈক্যে পৌঁছুবেন।
জাপান ও ভারতের মন্ত্রী পর্যায়ের রণনৈতিক সংলাপ দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সফরবিনিময়ের সময়ে আয়োজন ছাড়াও, পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলনসহ বহুপাক্ষিক সম্মেলনকালে আয়োজিত হবে। জাপান জাতি সংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হওয়া, পূর্ব-এশিয়া কমিউনিটির পরিকল্পনা ইত্যাদি সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে।
জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো গত এপ্রিল মাসে ভারত সফরকালে দু'পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে দু'দেশ দ্বিপাক্ষিক রণনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করবে। তার পর জাপান সরকার দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিয়ে দু'দেশের মন্ত্রী পর্যায়ের রণনৈতিক সংলাপ আয়োজনের বিষয় বিবেচনা করেছে।
|