সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারা ২৮ ডিসেম্বর দামাস্কাসে বলেছেন, সিরিয়া হারিরি হত্যা বিষয়ক আন্তর্জাতিক তদন্ত কমিটির নতুন নেতার প্রতি সিরিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের আবেদন জানিয়েছে, যাতে দু'পক্ষের সহযোগিতার সংজ্ঞা আর আওতা স্থির করা যায়।
সিরিয়ার একীভূত বিপ্লবী সংস্থা—"জাতীয় প্রগাতিশীল ফ্রন্ট"-এর সেদিন অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে আল-শারা বলেছেন, সিরিয়া যথসম্ভব তদন্ত কমিটির নেতার সঙ্গে যথাসাধ্য সহযোগিতা করবে, কিন্তু সহযোগিতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, হারিরি হত্যা মামলার তদন্ত শুধু আইনগত সমস্যা, রাজনৈতিক সমস্যা নয়।
|