v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-29 10:04:43    
২৯ ডিসেম্বর

cri
    **সুন ইয়াটসেন অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হন

    ১৯১১ সালের ২৫ ডিসেম্বর সেন ইয়াটসেন সাংহাইয়ে পৌঁছেন এবং সাংহাইয়ের জনগণের আন্তরিক সম্বর্ধণা পান । তারপর তিনি ঐক্য লীগের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে অস্থায়ী সরকার গঠনের সমস্যা নিয়ে আলোচনা করেন । ২৯ ডিসেম্বর নানচিংয়ে ১৭টি প্রদেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে অন্থায়ী প্রেসিডেন্ট নির্বাচন করে ।তখন তিন জন পদপ্রার্থী ছিলেন ,তাঁরা হলেন সেন ইয়াটসেন, লি ইউয়ানহোং ও হুয়াং সিং । ১৭টি প্রদেশের প্রতিনিধিরা যথাক্রমে ভোট দেন । ভোটদানে সেন ইয়াটসেন ১৬টি ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হন । এই খবর জানার পর সেন ইয়াটসেন অবিলম্বে তা গ্রহণ     করেন ।

    সেন ইয়াটসেন প্রেসিডেন্ট হওয়ার পর ,বিভিন্ন প্রদেশের জনগণ এই সাফল্যে উল্লাশ প্রকাশ করেন ।

    ** নানচিং ইয়াংসি নদীর সেতু আনুষ্ঠানিকভাবে চালু

    ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর নানচিং ইয়াংসি নদীর সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয় । এই সেতুর রেলপথের দৈর্ঘ্য ৬৭০০মিটারেরও বেশী, সড়ক সেতুর দৈর্ঘ্য ৪৫০০মিটারেরও বেশী । উহান ইয়াংসি নদীর সেতু আর ছোংছিং ইয়াংসি নদী সেতু নির্মাণের পর ইয়াংসি নদীর উপর নির্মিততৃতীয় দৈর্ঘ্য ও বৃহত্তমসেতু ।এই সেতু ব্যবহৃত হওয়ার পর পেইচিং থেকে সরাসরিভাবে সাংহাইয়ে যাওয়া যায় । ১৯৬০ সালের ১৮ জানুয়ারী নানচিং ইয়াংসি নদী সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।

    ** মার্কিন প্রেসিডেন্ট রীগান প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ওপর অর্থনৈতিক শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন

    ১৯৮১ সালের ২৯ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রীগান হাওয়াইট হাউসে একটি বিবৃতিতে ঘোষণা করেন যে, পোল্যান্ডের ঘটনা প্রবাহের জন্যেসোভিয়েত ইউনিয়নের গুরুতর ও সরাসরি দায়িত্ব আছে বলে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতি অর্থনৈতিক শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয় । এর আগে রীগান সোভিয়েট ইউনিয়নের নেতা লেওনিদ ব্রেজনেভের কাছে পাঠানো এক চিঠিতে সতর্ক দিয়ে বলেছেন যে , " পোল্যান্ডের দমনমূলক তত্পরতা অব্যাহতভাবে থাকলে , সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বাস্তব রাজনৈতিক ও অর্থনৈতিক শাস্তি দেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই । তিনি বলেছেন, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে : যুক্তরাষ্ট্রের উদ্দেশে সোভিয়েত ইউনিয়নের বিমান কোম্পানির সকল উড্ডয়ন বন্ধ করা, সোভিয়েট ইউনিয়নের ক্রয় কমিটি বন্ধ করা, নতুন খাদ্যশস্য চুক্তি সংক্রান্ত আলোচনা পিছিয়ে দেওয়া, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে নতুন নৌ পরিবহন চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখা , সোভিয়েত ইউনিয়নে তেল ও প্রাকৃতিক গ্যাসের যন্ত্রপাতির রপ্তানির সম্প্রসারণ অনুমোদন লাগা, দু'দেশের মধ্যে নানা বিষয়ক আদান প্রদান চুক্তির মেয়াদ না বাড়ানো। এর মধ্যে শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বিষয়ের চুক্তি রয়েছে এবং দু'দেশের সকল আদানপ্রদান চুক্তির ওপর সার্বিক যাচাই করা । বিবৃতিতে আরো বলা হয় যে " আমরা ঘনিষ্ঠভাবেআগামী কয়েকদিন ও কয়েক সপ্তাহের মধ্যে পোল্যান্ডের পরিস্থিতির বিকাশের উপর মনোযোগ দেবো। প্রয়োজন বোধ হলে আমরা আরো ব্যবস্থা নেবো।"

    **আইভোরী কোস্ট আনুষ্ঠানিকভাবে কোটেডিভার নাম পরিবর্তন

    ১৯৮৫ সালের ২৯ ডিসেম্বর আইভোরী কোস্ট প্রজাতন্ত্র ১৯৮৬ সালের পয়লা জানুয়ারী থেকে দেশের নাম কোটেডিভা প্রজাতন্ত্রে পরিবর্তন করার সিদ্ধান্ত    নেয় । কোটেডিভা হল ফরাসী ভাষা " আইভোরী কোস্টের" চীনা উচ্চারণের অনুবাদ । জাতি সংঘের অনুমোদন পাওয়ার পর, ১৯৮৬ সালের পয়লা জানুয়ারী থেকে এই দেশের নাম বিভিন্ন ভাষায় "কোটেডিভা" বলে অভিহিত করা হয় ।