কাম্পুচিয়ার প্রধানমন্ত্রী হুনসেন , জাতীয় সংসদের স্পীকার নোরোদম রণরিদ ২৭ ও ২৮ ডিসেম্বর নমপেনে পৃথকপৃথকভাবে বিদায়ী চীনা রাষ্ট্রদূত হু ছিয়েনওয়েনের সঙ্গে সাক্ষাত করেছেন । কাম্পুচিয়ার শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের সমর্থনে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাক্ষাত্কালে দুই নেতা তার ভূয়সী প্রশংসা করেছেন ।
তাঁরা মনে করেন যে , চীনের দীর্ঘকালীন সমর্থন ও সাহায্যের কল্যাণে কাম্পুচিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও সমাজ স্থিতিশীল রয়েছে , অর্থনীতি অনবরতভাবে বৃদ্ধি পেয়েছে এবং জনগণের জীবনযাত্রা ধাপেধাপে উন্নত হয়েছে ।
দুই নেতা বলেছেন , চীনের সঙ্গে সম্পর্কউন্নয়ন ও সুদৃঢকরণ কাম্পুচিয়ার পররাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ অংশ । কাম্পুচিয়া দৃঢতার সঙ্গে এক চীন নীতি মেনে চলবে , তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কোনো সরকারী সম্পর্ক প্রতিষ্ঠা করবে না , স্বাধীন তাইওয়ান পন্থীদের নানা তত্পরতার বিরোধিতা করবে এবং চীনের মহান একায়ন ব্রতকে সমর্থন করবে ।
|