ইসরাইলের বিমানবাহিনী ২৮ ডিসেম্বর ভোরবেলায় লেবানোনের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফিলিস্তিনী অস্ত্রধারীদের প্রশিক্ষণ ঘাঁটির উপর বোমা হামলা চালিয়েছে।
জানা গেছে, ২৭ ডিসেম্বর রাতে অস্ত্রধারীরা লেবানোন থেকে ইসরাইলের উত্তর দিকে তিনটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপনাস্ত্রের আঘাতে একজন ফিলিন্তিনী আহত হন। এরপর ইসরাইলের বিমানবাহিনী ফিলিস্তিনের অস্ত্রধারী সংগঠন-দ্য পিপলস ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন-এর একটি প্রশিক্ষণ ঘাঁটির উপর বোমা হামলা চালিয়েছে। বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
কিন্তু এই অস্ত্রধারী সংগঠনের মুখপাত্র ২৭ ডিসেম্বর ক্ষেপনাস্ত্র হামলার দায়িত্ব অস্বীকার করেছেন।
|