v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 18:09:53    
আরব লীগ সংস্কারের নতুন  পদক্ষেপ

cri
    আরব দেশগুলোর অন্তবর্তীকালীন সংসদ ২৭ ডিসেম্বর মিসরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সংসদের প্রথম অধিবেশন আয়োজিত হয়েছে । জনমত এই যে , আরব দেশগুলোর প্রথম আঞ্চলিক সংসদ হিসেবে আরব দেশগুলোর অন্তবর্তীকালীন সংসদের প্রতিষ্ঠা আরব লীগের সংস্কারকে এক ধাপ এগিয়ে নিয়েছে , এটা আরব দেশগুলোর মিলিত পদক্ষেপ নেয়ার সূচনা ।

    আরব লীগের ২২টি সদস্য দেশের ৮৮জন অন্তবর্তীকালীন সংসদ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন । মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ও আরব লীগের মহাসচিব মুসা শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন । প্রেসিডেন্ট মোবারক তার ভাষণে বলেছেন , গণতান্ত্রিক সংস্কার আর আরব লীগের সদস্যদেশগুলোর সহযোগিতার চাহিদা মেটানোর জন্যই আরব দেশগুলোর অন্তবর্তীকালীন সংসদ প্রতিষ্ঠিত হয়েছে ।

    গত মার্চ মাসে আলজেরিয়ায় অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে গৃহিত আরব লীগের সংস্কার সংক্রান্ত একটি প্রস্তাবের এক গুরুত্বপুর্ণ বিষয় হলো আরব দেশগুলোর অন্তবর্তীকালীন সংসদ প্রতিষ্ঠা। এই প্রস্তাব অনুসারে আরব লীগের প্রতিটি সদস্যদেশের চারজন সংসদ সদস্য অন্তর্বর্তীকালীন সংসদের সাংসদ হবেন । অন্তর্বর্তীকালীন সংসদের সদর দপ্তর সিরিয়ার রাজধানী দামাস্কাসে। সাংসদদের সদস্যের কার্যমেয়াদ পাঁচ বছর । কার্যমেয়াদ পূর্ণ হলে আরো দু' বছর বাড়ানো যায় । অন্তর্বর্তীকালীন সংসদ স্থায়ী আরব সংসদ প্রতিষ্ঠার জন্য দলিল ও নিয়মবিধি প্রস্ততকরবে । আরব দেশগুলোর অন্তর্বর্তীকালীন সংসদের আইন প্রনয়নের অধিকার নেই , এই সংসদ আরব লীগ পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে প্রস্তাবও পরামর্শ দেবে । অন্তবর্তীকালীন সংসদের প্রথম অধিবেশনে কুওয়েতের সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান মোঃ জাসিম আল সাকর অন্তবর্তীকালীন সংসদের প্রথস স্পীকার নির্বাচিত হয়েছেন , তার কার্যমেয়াদ এক বছর ।

    বিশ্লেষকদের মতে , আরব দেশগুলোর অন্তর্বর্তীকালীনসংসদের প্রতিষ্ঠা আরব লীগের সংস্কারের একটি বড় ঘটনা । আরব লীগের প্রাণ শক্তি ও কার্যকরীতা বাড়ানোর জন্য আরব লীগের মহাসচিব আমর মুসা আরব শীর্ষ সম্মেলনে আরব লীগ সংস্কার সংক্রান্ত একটি পরিকল্পনা পেশ করেছেন । আরব সংসদ ছাড়া আঞ্চলিক সংঘর্ষ নিষ্পত্তির জন্য তিনি আরব আদালত , আরব দেশের নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠার প্রস্তাবও পেশ করেছেন ।

    আরব লীগের মুখপাত্র রুশদি বলেছেন , বর্তমানে পৃথিবীতে ইউরোপীয় সংসদ ও আফ্রিকা সংসদসহ কিছু আঞ্চলিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে । আরব দেশগুলোর অন্তবর্তীকালীন সংসদ এই সব আঞ্চলিক সংসদের অভিজ্ঞতা গ্রহণ করে কাজ করবে ।

    অন্তর্বর্তীকালীন সংসদ ও পরবর্তীকালে প্রতিষ্ঠিতব্য আরব সংসদের দায়িত্ব সম্বন্ধে ফিলিস্তিনের আইন প্রনেতা কমিটির চেয়ারম্যান রাউহি ফাটৌহ বলেছেন , আরব দেশগুলোর সংসদ তত্ত্বাবধানই আরব সংসদের প্রধান দায়িত্ব । যদি আরব সংসদ শুধু আরব দেশগুলোর সংসদগুলোর একটি ইউনিয়ন হয় , তাহলে তার অবস্থান ও ভুমিকা অনেক কম হবে ।

    বিশ্লেষকদের মতে , আরব দেশগুলোর অন্তর্বর্তীকালীন সংসদ ও পাঁচ বছর পর প্রতিষ্ঠিতব্য আরব সংসদ আঞ্চলিক ব্যাপারাদিতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে চাইলে আরো অনেক প্রচেষ্টা চালাতে হবে। আরব দেশগুলোর কঠোর সন্ত্রাসদমন পরিস্থিতি , ইরাকের অস্থিতিশীল পরিস্থিতি আর যুক্তরাষ্ট্রের ঠেলে দেয়া বৃহত মধ্য-প্রাচ্য গণতান্ত্রিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আরব দেশগুলো ঐক্যবদ্ধভাবে সমন্বিত ব্যবস্থা নিলেই শুধু কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে । আরব দেশগুলোর অন্তর্বর্তীকালীন সংসদ আরবদেশগুলোর সংসদের মধ্যে সহযোগিতা বাড়ানো আর আরবদেশগুলোর সংহতি জোরদার করার একটি কার্যকর পদ্ধতি ।