চীনের কৃষিমন্ত্রী তু ছিংলিন বলেছেন , এবছরে চীনের খাদ্যশস্যের মোট উত্পাদন পরিমান ৪৮ কোটি টন ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে । গত বছরের তুলনায় এটা দেড় কোটি টন বেশী ।
তিনি ২৮ডিসেম্বর পেইচিংয়ে এক কৃষি সম্মেলনে বলেছেন , সাম্প্রতিক দু বছরে চীনের খাদ্যশস্যের উত্পাদন পরিমান একটানা বেড়ে গেছে । বৃদ্ধির মোট পরিমান ৫ কোটি টন ছাড়িয়ে গেছে ।
কৃষিমন্ত্রী তু আরও বলেছেন , এবছরের প্রথম ১০ মাসে চীনের কৃষিজাত দ্রব্যের আমদানি-রপ্তানিবাণিজ্যের মোট মূল্য ৪৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে , যা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ৯ শতাংশ বেশী । চীন ইতিমধ্যে বিশ্বে চতুর্থ বৃহত্তম কৃষিজাতদ্রব্যের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ।
|