v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 17:31:54    
চীন আন্তর্জাতিক বেতারের বিশেষজ্ঞদের প্রিয় শহর কুই ইয়াং

cri
    কুইইয়াং দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের রাজধানী । গত কয়েক বছরে কুই ইয়াং শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের ফরাসী, জার্মান , ইংরেজী ও ইন্দোনেশিয় ভাষার বিশেষজ্ঞরা কুই ইয়াং শহরে ভ্রমণ করেছেন । কুই ইয়াং শহরের রাস্তার দু পাশে সবুজ গাছের বীথি আর বিচিত্র ফুলের বাহার তাঁদের মনে গভীর দাগ কেটেছে ।

    কুই ইয়াং শহরে এখন চলছে গ্রীস্মকাল। সর্বত্রই সবুজ গাছের সমারোহ দৃষ্টিগোচর হয়। মাঝে মাঝে শোনা যায় পাখির কাকলি । কুই ইয়াং যাওয়ার আগে চীন আন্তর্জাতিক বেতারের বিশেষজ্ঞরা নানা সূত্রে কুই ইয়াংয়ের সবুজায়নের কিছু তথ্য পেয়েছেন ,তবে সত্যিকার কুই ইয়াংয়ের মনোহর পরিবেশ দেখে তাঁরা সবাই অবাক হয়েছেন । ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞ মাদাম বেবি আবেগময় কণ্ঠে বলেছেন , কুই ইয়াং শহরে এসে আমি যেটাকে সর্বাপেক্ষা গভীরভাবে অনুভব করেছি সেটা হলো , গোটা কুই ইয়াং শহর যেন বিশাল বনে অবস্থিত । প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো।

    তিনি আরো বলেছেন , মনোরম প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলাই হলো শিল্পোন্নত পাশ্চাত্য দেশগুলোর নগর-নির্মানের গতিধারার নিদর্শন ও অন্যতম দীর্ঘকালিন লক্ষ্য । কুই ইয়াং পশ্চিম চীনের একটি অপেক্ষাকৃত অনুন্নত শহর । ভবিষ্যতের প্রতি দৃষ্টি রেখে আধুনিক দৃষ্টিভংগী নিয়ে কুই ইয়াং শহরের গণ-সরকার যে উন্নয়ন- প্রচেষ্টা চালাচ্ছে তা আমার কল্পনাতীত ।আমি কুই ইয়াং শহর নিয়ে গর্বিত ।

    কুই ইয়াং শহর গ্রীষ্মপ্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত । আবহাওয়া মনোরম ও স্নিগ্ধ । ২০০০ সালে কুই ইয়াং শহরের গণ সরকার পরিবেশের উন্নতি সাধনের মাধ্যমে শহরের সুখ্যাতি অর্জনের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণের নীতি প্রণয়ন করে এবং শহরের বায়ু বিশুদ্ধকরণ প্রকল্প সহ একের পর এক পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় । গণ সরকার দূষণ সমস্যার সমাধান এবং বৃক্ষ রোপন খাতে বিপুল পরিমান অর্থবরাদ্দ করে । নান মিং নদী কুই ইয়াং শহরের প্রধান নদী । অতীতে শিল্পের দ্রুত বিকাশ এবং দূষণ সমস্যা সমাধানের গুরুত্ব উপলব্ধি না করার কারণে নান মিং নদী একসময় মারাত্মকভাবে দূষিত হয়েছিল । তিন চার বছর ধরে নান মিং নদী সংস্কার করার পর নান মিং নদীর চেহারা পাল্টে গিয়েছে । এখন নান মিং নদীর স্বচছ পানিতে সোনালি মাছ ও চিংড়ি মাছকে সাঁটার কাটতে দেখা যায় । কুই ইয়াং শহরের সবুজায়নের অনুপাতও বছরের পর বছর বাড়ছে ।এখন সারা শহরের ৩৫ শতাংশ জমি গাছগালিতে ছেয়ে গিয়েছে । রাস্তায় হাঁটতে হাঁটতে চারদিকে তাকালে চোখে পড়বে অজস্র সবুজ গাছ ।

    গত কয়েক বছরে কুই ইয়াং শহরের গণ সরকার সমৃদ্ধ পর্যটন সম্পদকে কাজে লাগিয়ে প্রকৃতির কোলে পর্যটন শিল্প প্রসারের যে কার্যকর ব্যবস্থা নিয়েছে তার ফলে চীনের অন্যান্য প্রদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে । কুইইয়াং শহরের অধীনস্থ খাই ইয়াং জেলার নান জিয়াং উপত্যকা একটি ভূতাত্ত্বিক পার্ক, সেখানকার নয়নাভিরাম দৃশ্য দেখে চীন আন্তর্জাতিক বেতারের বিশেষজ্ঞরা তার প্রশংসায় পঞ্চমুখ ।

    ফরাসী বিভাগের বিশেষজ্ঞ টোরেস নিকোলাস বলেছেন , এখানকার দৃশ্য ভারি সুন্দর । আমি প্রবলভাবে অনুভব করছি যে , প্রকৃতির সৌন্দর্য আমাকে ঘিরে রেখেছে । এখানকার মন-মাতানো দৃশ্যে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি । আমার ঐকান্তিক আশা , সারা জীবন আমি যদিএখানে থাকতে পারতাম!

    বৃক্ষশোভিত কুই ইয়াং শহরের স্থাপত্য শিল্পের উন্নয়ন-গতিও ক্রমাগত দ্রুততর হচ্ছে । একটার পর একটা আকাশচুম্বী ইমারত নির্মিত হওয়ায় কুই ইয়াং ক্রমেই একটি বৃহত আধুনিক সমৃদ্ধিশালী নগরে পরিণত হচ্ছে । কুই ইয়াংয়ের বিভিন্ন স্থান সফর করার পর সি আর আইয়ের বিশেষজ্ঞরা উত্সাহের সঙ্গে নিজেদের অভিজ্ঞাতা বর্ণনা করেছেন ।

    জার্মানীর বিশেষজ্ঞ হার্মান গ্রুনাউ বলেছেন , আমি এইপ্রথম কুই ইয়াং শহরে ভ্রমণ করতে এসেছি । এখানে আসার আগে আমি শুনেছি , অর্থনীতির দিক থেকে কুইইয়াং একটি পশ্চাদপদ শহর । কিন্তু এখানে আসার পর পরই আমি টের পেয়েছি যে , কুই ইয়াং শহরের অনেক নতুন জিনিস দেখবার মত । কুই ইয়াংয়ের চেহারা অনেক বদলে গিয়েছে। আমি আশা করি , আগামী বছর আমি আবার এখানে বেড়াতে এসে আরো ব্যাপকভাবে কুই ইয়াংকে জানতে পারব ।আমি এও আশা করি , তখন কুই ইয়াং হবে আরো সুন্দর ,আরো আধুনিক।

    কুই ইয়াংয়ের শহরাঞ্চলে একের পর এক উন্নয়ন-প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কুই ইয়াংয়ের উপকণ্ঠের কুষি -উন্নয়নের উত্সাহব্যঞ্জক পরিস্থিতি দেখা দিয়েছে। কৃষকরা অর্থকরী শস্য উত্পাদন বাড়িয়ে এবং উন্নত জাতের গবাদি পশু পালন করে সচ্ছলতার পথে এগিয়ে যাচ্ছে । চীন আন্তর্জাতিক বেতারের বিশেষজ্ঞরা কুইইয়াং শহরের পাই ইয়ুন ডিষ্ট্রিক্টের ছিন সান গ্রামে গিয়ে দেখেছেন যে , প্রতিটি কৃষক পরিবারের বাড়ির ছাদে স্যাটেলাইট এ্যান্টেনা বসানো । কৃষকদের বাড়িতে প্রবেশ করে তাঁরা যে কলের পানি সরবরাহের ব্যবস্থা দেখতে পেয়েছেন তাও তাঁদের কল্পনাতীত । তাঁরা কুই ইয়াংয়ের স্বাগতিক সংস্থার কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যে, পেইচিংয়ে ফিরে তাঁরা বিশেষ অনুষ্ঠান প্রচার করে কুই ইয়াংয়ের প্রকৃত চেহারা ও কুই ইয়াংয়ের বিরাট পরিবর্তন সম্বন্ধে বিভিন্ন দেশের শ্রোতাদের অবহিত করবেন । এক সপ্তাহ সফর শেষে কানাডার বিশেষজ্ঞ ট্রেভোর মেট্জ কুই ইয়াংয়ের প্রাকৃতিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন ।

    তিনি বলেছেন , কুই ইয়াংয়ের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর । স্থানীয় অধিবাসীরা অত্যন্ত সরল , বন্ধুভাবাপন্ন ও অতিথিপরায়ন । কুই ইয়াংয়ের হৃদয়গ্রাহী প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষদের সুখ-স্বাচ্ছন্দ্য আমাদের মনে অবিস্মরনীয় হয়ে থাকবে ।