চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২৮ ডিসেম্বর পেইচিংয়ে পৃথকপৃথকভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেন ইনছুয়েন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক হো হাউহুয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ।
চেন ইনছুয়েনের সঙ্গে সাক্ষাত করার সময়ে ওয়েন চিয়াপাও বলেছেন , হংকংয়ের গণতান্ত্রিক ও রাজনৈতিক ব্যবস্থা উন্নত করা কেন্দ্রীয় সরকারের বরাবরের অধিষ্ঠান । বিষয়টি স্থিতিশীল, সুষ্ঠু আর সুশৃঙখলভাবে চালাতে হবে । হংকংয়ের অর্থনীতি উন্নয়ন সমর্থনকরা চীনের এক অবিচল নীতিও । হংকংয়ের জনগণের মৌলিক স্বার্থের জন্যেই কেন্দ্রীয় সরকার হংকংয়ের অর্থনীতি উন্নয়ন সমর্থন করার নীতি প্রণয়ন করেছে । যে কাজ হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার পক্ষে এবং হংকংয়ের গণ জীবনযাত্রার পক্ষে কল্যানকর সেই সব কাজ আমরা চালিয়ে যাবই । আমাদের নীতি অপরিবর্তিত থাকবে ।
ওয়েন চিয়াপাও বলেছেন , প্রশাসক নিযুক্ত হওয়ার আধা বছরে চেন ইনছুয়েন হংকংয়ের অর্থনীতিরউন্নয়ন এবং সমাজের স্থিতিশীল ও সুষম বিকাশ ত্বরান্বিত করার জন্যে বিরাট অবদান রেখে ইতিবাচক সাফল্য অর্জন করেছেন । তিনি বলেছেন , কেন্দ্রীয় সরকার অব্যাহতভাবে সর্বাধিক শক্তি দিয়ে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে আইন অনুযায়ী দেশ শাসন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে হংকং ও অভ্যন্তরের মধ্যেকার আদানপ্রদান ও সহযোগিতার জোরদার সমর্থন করতে থাকবে ।
হো হাউহুয়ার সঙ্গে সাক্ষাত করার সময়ে ওয়েন চিয়াপাও সর্বপ্রথমে হো হাউহুয়া আর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের স্বীকৃতি দিয়ে বলেছেন , আমি লক্ষ্য করেছি যে , ম্যাকাওয়ের অর্থনীতি দ্রুত বেড়েছে এবং আর্থ শক্তি জোরদার হয়েছে । এই ভিত্তিতে ম্যাকাও বিশেষ প্রশাসনিকঅঞ্চল সরকার বিশেষভাবে জনগনের জীবনযাত্রার উন্নয়নের ওপর গুরুত্ব দেয় , পুরানো আবাসিক এলাকার রূপ বদলে দেয়া , আরও বেশী কল্যানমূলক বাড়িঘর নির্মান করা এবং কর্মসংস্থান সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে । বিশেষ করে ২০০৯-১০ বর্ষে পনেরো বছরের বাধ্যতামূলক শিক্ষা দান বাস্তবায়ন করার পরিকল্পনা উত্থাপন করেছে । আমি মনে করি , এটি একটি অত্যন্ত মহত কাজ ।
|