v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 17:06:39    
চেন ইনছুয়েন ও হো হাউহুয়ার সঙ্গে ওয়েন চিয়াপাওয়ের সাক্ষাত(ছবি)

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২৮ ডিসেম্বর পেইচিংয়ে পৃথকপৃথকভাবে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেন ইনছুয়েন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক হো হাউহুয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ।

    চেন ইনছুয়েনের সঙ্গে সাক্ষাত করার সময়ে ওয়েন চিয়াপাও বলেছেন , হংকংয়ের গণতান্ত্রিক ও রাজনৈতিক ব্যবস্থা উন্নত করা কেন্দ্রীয় সরকারের বরাবরের অধিষ্ঠান । বিষয়টি স্থিতিশীল, সুষ্ঠু আর সুশৃঙখলভাবে চালাতে হবে । হংকংয়ের অর্থনীতি উন্নয়ন সমর্থনকরা চীনের এক অবিচল নীতিও । হংকংয়ের জনগণের মৌলিক স্বার্থের জন্যেই কেন্দ্রীয় সরকার হংকংয়ের অর্থনীতি উন্নয়ন সমর্থন করার নীতি প্রণয়ন করেছে । যে কাজ হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার পক্ষে এবং হংকংয়ের গণ জীবনযাত্রার পক্ষে কল্যানকর সেই সব কাজ আমরা চালিয়ে যাবই । আমাদের নীতি অপরিবর্তিত থাকবে ।

    ওয়েন চিয়াপাও বলেছেন , প্রশাসক নিযুক্ত হওয়ার আধা বছরে চেন ইনছুয়েন হংকংয়ের অর্থনীতিরউন্নয়ন এবং সমাজের স্থিতিশীল ও সুষম বিকাশ ত্বরান্বিত করার জন্যে বিরাট অবদান রেখে ইতিবাচক সাফল্য অর্জন করেছেন । তিনি বলেছেন , কেন্দ্রীয় সরকার অব্যাহতভাবে সর্বাধিক শক্তি দিয়ে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে আইন অনুযায়ী দেশ শাসন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে হংকং ও অভ্যন্তরের মধ্যেকার আদানপ্রদান ও সহযোগিতার জোরদার সমর্থন করতে থাকবে ।

    হো হাউহুয়ার সঙ্গে সাক্ষাত করার সময়ে ওয়েন চিয়াপাও সর্বপ্রথমে হো হাউহুয়া আর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের স্বীকৃতি দিয়ে বলেছেন , আমি লক্ষ্য করেছি যে , ম্যাকাওয়ের অর্থনীতি দ্রুত বেড়েছে এবং আর্থ শক্তি জোরদার হয়েছে । এই ভিত্তিতে ম্যাকাও বিশেষ প্রশাসনিকঅঞ্চল সরকার বিশেষভাবে জনগনের জীবনযাত্রার উন্নয়নের ওপর গুরুত্ব দেয় , পুরানো আবাসিক এলাকার রূপ বদলে দেয়া , আরও বেশী কল্যানমূলক বাড়িঘর নির্মান করা এবং কর্মসংস্থান সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে । বিশেষ করে ২০০৯-১০ বর্ষে পনেরো বছরের বাধ্যতামূলক শিক্ষা দান বাস্তবায়ন করার পরিকল্পনা উত্থাপন করেছে । আমি মনে করি , এটি একটি অত্যন্ত মহত কাজ ।