চীনের জাতীয় দাতব্য কমিশন ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বান্দা আচেহ ও আচেহ বিশেষ অঞ্চল , আচেহ পুনর্গঠন সংস্থা এবং বৃহত্তর আচেহ জেলার সঙ্গে পুনর্গঠন চুক্তি স্বাক্ষর করেছে । এই চুক্তি অনুযায়ী চীনের জাতীয় দাতব্য কমিশন চীনের বেসরকারী চাঁদা নিয়ে আচেহ বিশেষ অঞ্চলে "ইন্দোনেশিয়া-চীন মৈত্রী গ্রাম" প্রতিষ্ঠা করবে ।
চীনের জাতীয় দাতব্য কমিশনের উপ সচিব চাং সিন কুও ও বৃহত্তর আচেহ জেলার প্রধান জেইনী আজিজ চু্ক্তিতে স্বাক্ষরদান করেছেন । চুক্তি অনুযায়ী চীনের জাতীয় দাতব্য কমিশন মোট ৭০ লক্ষ মার্কিন ডলারের বেসরকারী চাঁদা দিয়ে "ইন্দোনেশিয়া-চীন মৈত্রী গ্রামে" কয়েক শো দীর্ঘস্থায়ী ঘরবাড়ি ও গণ-ব্যবহার্য ব্যবস্থা নির্মাণ করবে ।
এর আগে চীনের জাতীয় দাতব্য কমিশন বিভিন্ন উপায়ে ইন্দোনেশিয়ার জলোচ্ছ্বাস দুর্গত এলাকায় ৩৫ লক্ষ মার্কিন ডলারের সাহায্য দিয়েছে ।
|