v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 13:54:18    
বো-আও ফোরাম-এশিয়া

cri
    বো-আও ফোরাম-এশিয়া ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়। তা হচ্ছে চীনে সদর দফতর বজায় রাখার প্রথম আন্তর্জাতিক সম্মেলন সংস্থা।

    বো-আও ফোরামএশিয়ার অর্থনীতির বিশ্বায়নের প্রক্রিয়া দ্রুততর ও এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার দ্রুত উন্নয়নের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী "এশিয়া ফোরাম" প্রতিষ্ঠার প্রস্তাব উপস্থাপন করেন। চীন সরকারের সক্রিয় সমর্থনে ২৬টি প্রতিষ্ঠাতা দেশের প্রতিনিধিরা ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারী বো -আওয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে বো-আও ফোরাম-এশিয়া প্রতিষ্ঠার ঘোষণা করেন এবং " বো আও ফোরাম-এশিয়া ঘোষণা" অনুমোদন করেন। চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চেমিন প্রতিষ্ঠাসম্মেলনে অংশ নেন এবং বিশ্বের প্রতি প্রতিশ্রুতি দেন যে, স্বাগতিক দেশ হিসেবে চীন সরকার অব্যাহতভাবে ফোরামের সুস্থ উন্নয়নে সমর্থন দেবে।

    একটি বেসরকারী, স্থায়ী ও উন্মূক্ত আন্তর্জাতিক সম্মেলন সংস্থা হিসেবে বো আও ফোরাম-এশিয়া সমতা, সহযোগিতা এবং পারস্পরিক উপকারিতা ও উভয়ের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে এশীয় দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক আদান-প্রদান, সমন্বয় ও সহযোগিতা ত্বরান্বিত করে। এর সঙ্গে সঙ্গে বিশ্বমুখী হয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে এশিয়ার সংলাপ ও অর্থনীতির যোগাযোগ জোরদার করে।

    ২০০৪ সালে বো আও ফোরাম-এশিয়ার সংসদের সদস্যরা একমত হয়েছেন যে, ফোরামের বার্ষিক সম্মেলন প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়।

    এই অঞ্চলে আন্তঃসরকার সহযোগিতা সংস্থার কার্যকর পরিপুরক হিসেবে বো আও ফোরাম-এশিয়া আরো সমৃদ্ধিশালী, স্থিতিশীল, সম্প্রীতিমূলক এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে শান্তিপূর্ণভাবে মিলেমিশে নতুন এশিয়া গড়ে তোলার জন্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।