v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-28 13:42:42    
আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষ

cri
    আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থাত্ ইগাড আগে ছিলো ইথিওপিয়াসহ ৭টি পূর্ব আফ্রিকান দেশ নিয়ে গঠিত পূর্ব আফ্রিকান আন্তঃসরকার খরা প্রতিরোধ উন্নয়ন সংস্থা। ১৯৯৬ সালে নাইরোবিতে অনুষ্ঠিত পূর্ব আফ্রিকান আন্তঃসরকার খরা প্রতিরোধ উন্নয়ন সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষসম্মেলনে এ সংস্থার নাম "আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষ"নামে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে কাজকর্মের গুরুত্বপূর্ণ বিষয়কে খরা প্রতিরোধ থেকে আঞ্চলিক সংঘর্ষ প্রতিরোধ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে স্থানান্তরিত করা হয়েছে। এই সংস্থার গৃহীত সনদ অনুসারে ভবিষ্যতে প্রধানত নিরাপত্তা ও রাজনৈতিক সমস্যা মোকাবেলা করা হবে এবং সদস্য দেশগুলোর মধ্যে নতুন সংঘর্ষ এড়ানো হবে। আগে খরা প্রতিরোধ, মরুকরণ প্রতিরোধ, খাদ্যের সরবরাহ নিশ্চিত এবং পরিবেশের সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে এই সংস্থার কর্তব্য সীমাবদ্ধ ছিল, ভবিষ্যতে এর কর্তব্য অর্থনীতির সহযোগিতা, বুনিয়াদী ব্যবস্থার নির্মান জোরদার, সদস্য দেশগুলোর মধ্যকার পরিবহনের যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সম্প্রসারিত হবে। তার সদর দপ্তর জিবোটি প্রজাতন্ত্রের জিবোটি শহরে।

    ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত এই সংস্থার মোট ৭টি সদস্য। তাদের মধ্যে রয়েছে: ঈথিওপিয়া, জিবোটি, কেনিয়া, সুদান, সোমালিয়া, উগান্ডা, এরিত্রিয়া। তার আয়তন মোট ৫২.১ লক্ষ বর্গকিলোমিটার। তার লোকসংখ্যা ১৬ কোটি।

    ২০০৫ সালের এপ্রিল মাসে আন্তঃসরকার উন্নয়ন কর্তৃপক্ষ তার উদ্যোগে একটি পূর্ব আফ্রিকার স্থায়ী শান্তি রক্ষী বাহিনী প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে, যাতে সম্ভাব্য আঞ্চলিক সংঘর্ষ মোকাবেলা করা যায়।