রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিকটোর ইউশেনকোর সঙ্গে ২৭ ডিসেম্বর দু'দেশের প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক দাম ও ইউক্রেনে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের অব্যাহতভাবে মোতায়েন থাকার সমস্যা নিয়ে ফোনে আলাপ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনের তথ্য বিভাগ থেকে জানা গেছে, দু'দেশের প্রেসিডেন্ট ফোনালাপে এই সিদ্ধান্ত নিয়েছেন যে, ইউক্রেনের জ্বালানী ও শক্তিসম্পদ মন্ত্রী ইভান প্লিচকোভ ২৮ ডিসেম্বর মস্কোয় পৌঁছে রুশ পক্ষের সঙ্গে ইউক্রেনকে রাশিয়ার যুগিয়ে দেওয়া প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে আলোচনা করবেন। ইউক্রেনে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর মোতায়েন সমস্যা প্রসঙ্গে ইউশেনকো বলেছেন, ইউক্রেন কড়াকড়িভাবে এই সমস্যা সম্পর্কিত দু'দেশের স্বাক্ষরিত চুক্তি মেনে চলবে।
সম্প্রতি রাশিয়া বলেছে, ২০০৬ সাল থেকে রাশিয়া ইউক্রেনের কাছে প্রাকৃতিক গ্যাসের রপ্তানি দাম বিপুলমাত্রায় বাড়াবে। এ প্রসঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউক্রেনের সেভাস্টোপোল বন্দরে মোতায়েন রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
|