চীনের সরাসরি বৈদেশিক অর্থবিনিয়োগ দ্রত বেড়েছে । চলতি বছরের প্রথম ১১ মাসে অ-তহবিলজাত সরাসরী বৈদেশিক অর্থবিনিয়োগ ৫.৬৫ বিলিয়ন , মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
বাণিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , প্রথম ১১ মাসে বিদেশে চীনের ঠিকার ভিত্তিতেপ্রকল্প ও শ্রমশক্তি সহযোগিতাখাতে উত্পাদনমূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় দ্রুত বেড়েছে । চীন বিদেশে নানা ধরনের দু লক্ষ বিশ হাজার শ্রমিকপাঠিয়েছে । গত বছরের অনুরুপ সময়ের তুলনায় এটা দশ হাজার লোক বেশী ।
প্রথম ১১ মাসে এশিয়া চীনের বৃহত্তম বৈদেশিক অর্থবিনিয়োগ বাজার, তথ্য ও টেলিযোগাযোগ , খনি শিল্প ও নির্মান শিল্প অ-তহবিল শিল্প হিসেবে সরাসরি বিদেশে অর্থবিনিয়োগ করার প্রধান শিল্পে পরিণত হয়েছে ।
|