বিদেশ ভ্রমনের আকার দিক থেকে চীন এখন এশিয়া ও প্রশান্তমহা সাগরীয় অঞ্চলের সাবেক প্রথম স্থান অধিকারী জাপানকে ছাড়িয়েছে বলে চীনের পর্যটনের ভবিষ্যত উজ্জ্বল হবে ।
চিনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছিউই ২৭ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , গত নভেম্বর পর্যন্ত চীনা নাগরিকদের বিদেশ ভ্রমনের গন্তব্য দেশ ও অঞ্চলের সংখ্যা ১১৭টিতে দাঁড়িয়েছে । সিঙ্গাপুর , মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি আশেপাশের প্রতিবেশী দেশগুলো ছাড়া চীনের পর্যটকরা ইউরোপ ও আমেরিকার শিল্পোন্নত দেশগুলোতে ভ্রমন করতে শুরু করেছেন ।
বিশ্ব পর্যটন সংস্থার অনুমান অনুযায়ী ২০২০ সালে বিদেশে চীনের পর্যটকদের সংখ্যা দশ কোটিতে দাঁড়াবে । এ বছরের নভেম্বরমাস পর্যন্ত চীনে বহির্বিশ্বের যে পর্যটকরা চীনে ভ্রমণ করেছেন তাতে চীনের ২৭ বিলিয়ন মার্কিন ডলারের আয় হয়েছে গত বছরের চেয়ে এটা ১২০ কোটি মার্কিন ডলার বেশী ।
|