চীনের পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ চিংপিং ২৬ ডিসেম্বর ঘোষণা করেছেন যে , নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীনের এক দশমাংশ অঞ্চলঅর্থাত প্রায় ৯ লক্ষ ২০ হাজার বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট অঞ্চলে ভূমিক্ষয় সমস্যার সমধান হয়েছে ।
উপমন্ত্রী এ বলেছেন , বিগত পাঁচ বছরে গিরিপথ বন্ধ করা , প্রতিরোধমূলক তত্ত্বাবধান ও বহুমুখী নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে চীন পাঁচ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার আয়তনের ভূমি ক্ষয় সমস্যা সমাধান করেছে ।
পরবর্তী পাঁচ বছরে চীন অব্যাহতভাবে পাহাড়ী পথ বন্ধ করার কাজ জোরদার করবে , ভালভাবে ইয়াংসি নদীর উজান দেশ , হুয়াংহো নদীর মধ্য অববাহিকার ভূমিক্ষয়রোধ করার কাজ চালাবে , জল ও মাটি সংরক্ষণের সামাজিকায়নের ব্যবস্থাপনা জোরদার করবে , ভুমিক্ষয়পীড়িত এলাকাগুলোতে জল ও মাটি সংরক্ষণ ও প্রতিরোধমূলক তত্ত্ববধান ব্যবস্থা ও পর্যবেক্ষণের নেট প্রতিষ্ঠা করবে এবং কার্যকরভাবে উন্নয়ন প্রকল্পের দরুণ সৃষ্ট ভূমিক্ষয়প্রতিরোধ করবে ।
|